প্রকাশিত: Fri, Mar 31, 2023 4:29 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:31 PM

নির্ধারিত সময়ের আগেই শেষ হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্প

এম আর আমিন: এই রেললাইনের কাজের  সঙ্গে সমন্বয় রেখে ষোলশহর-দোহাজারী রুটের সাড়ে ৪০ কিলোমিটার রেললাইনের সংস্কার কাজ শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার টার্গেট নিয়ে চারটি প্যাকেজে কাজ চলছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) আরমান হোসেন বলেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেল লাইনের কাজ শেষ হবে। ষোলশহর-দোহাজারী অংশের কাজও সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। 

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৩ কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের প্রায় ২৯ একর জায়গাজুড়ে ২১৫ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন স্টেশনটি এখন দৃশ্যমান। এই স্টেশন চালু হলে চট্টগ্রাম থেকে যেতে সময় লাগবে মাত্র আড়াই ঘণ্টা। আর ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টায় কক্সবাজার পৌঁছানো যাবে।

প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, প্রকল্পের অগ্রগতি হয়েছে ৮০ শতাংশ। মোট ১০০ কিলোমিটার রেলপথের মধ্যে ৬৫ কিলোমিটার দৃশ্যমান। ঢাকা থেকে প্রতিদিন ১০ জোড়া আধুনিক ট্রেন চালাচল করবে। আন্তঃনগর পর্যটকদের জন্য এর পাশাপাশি চট্টগ্রাম থেকে সরাসরি ও লোকাল মিলে আরো বেশ কিছু ট্রেন যাবে কক্সবাজার। পর্যটকবাহী এক একটি ট্রেনে থাকবে ৮০০ থেকে ১২০০ যাত্রী। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে মোট নয়টি স্টেশন থাকবে। 

তিনি বলেন, এই মেগাপ্রকল্প বাস্তবায়িত হলে সারাদেশের সঙ্গে স্থানীয় অর্থনীতির যোগসূত্র তৈরি হবে। স্টেশন ঘিরে হোটেল-মোটেল ও পরিবহন খাতে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা। ব্যবসায়ী বা শিল্পপতিরা তাদের পণ্য ঢাকা থেকে কম খরচে কক্সবাজারে নিয়ে যেতে পারবেন।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত বহুল প্রতীক্ষিত পর্যটন রেললাইনের কাজ নির্ধারিত সময়সীমা, ২০২৪ সালের জুনের আগেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্পাদনা: মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব